আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ভয়াবহ রুপ নিয়েছে বন্যা

 

ফারিয়া ইসলাম সূচনা :

টানা বৃষ্টিপাতের কারনে সুরমা নদীর পানি ৫৪ সেন্টিমিটার উপরে উঠায় সুনামগঞ্জে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে|
বৃষ্টিপাতের কারনে উত্তরের বেশিরভাগ নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে| ফলে ২৫ শতাংশ এলাকা বন্যার পানিতে ডুবে গেছে, ঘর ছাড়া হয়েছে ৩লক্ষ পরিবার| দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রান মন্ত্রানালয়ের মতে ভারতের মেঘালয়,চেপাপুন্জি,আসাম,ত্রিপুরা এবং চিন ও নেপালের পানি আসায় বাংলাদেশে বন্যা দেখা দিয়েছে| তাছাড়া টানা বৃষ্টিপাত,উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে গেছে এলাকা,বন্যার পানিতে রাস্তাঘাট,ঘর-বাড়ি,ক্ষেত সব তলিয়ে গেছে| বর্তমানে ১৭টি জেলা বন্যার কবলে
রংপুর,নিলফামারী,লালমনিরহাট, মানিকগঞ্জ , সুনামগঞ্জ, সিলেট, বগুড়া , মাদারিপুর, সিরাজগঞ্জ , টাঙ্গাইল, কুড়িগ্রাম , জামালপুর , গাইবান্ধা , ফরিদপুর , রাজবাড়ি এবং নেত্রকোনা |
ধরনা করা হচ্ছে গত ৩০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা হতে পারে ২০২০ সালে কারন ১৯৮৯ সালের বন্যায় দেশের ৬৩ শতাংশ এবং ২০০৭ সালের বন্যায় ৫৩ শতাংশ ডুবে যায় কিন্তু এবারের বন্যায় এখন পর্যন্ত দেশের ২৫ শতাংশ ডুবে গেছে আগামী এক সপ্তাহের মধ্যে ৪০ শতাংশ এবং আগষ্ট মাসের শুরুতে দেশের ৮৫ শতাংশ ডুবে যেতে পারে|
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে উজানে বৃষ্টিপাত বন্ধ না হলে পরিস্থিতি উন্নতি হবে না|

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ