আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

করোনায় মৃতদের দাফন কাফন টিমকে সুরক্ষা সামগ্রী হস্তান্তর

 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়া করোনায় আক্রান্তদের জন্য অক্সিজেন সেবা ও মৃতদের দাফন কাফরের জন্য সুরক্ষা সামগ্রী রাঙ্গুনিয়া উপজেলা উত্তর গাউছিয়া কমিটির নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করেন রাজানগর ইসলামপুর সুন্নী ঐক্য পরিষদ।

আজ(১০ জুলাই শুক্রবার) বিকাল ৩টায় রানীর হাট ফাজিল মাদ্রাসা হলে রাজানগর ইসলামপুর সুন্নী ঐক্য পরিষদের পক্ষ থেকে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির দাফন কাফন সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠান পরিষদের আহবায়ক আবু তাহের তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা উত্তর গাউছিয়া কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু সৈয়দ তালুকদার, মুজিবুর রহমান সওদাগর, কাজী মুহাম্মদ আয়ুব, ছাদেকুর নুর চৌধুরী টিপু, মঞ্জুরুল হক চৌধুরী খালেদ, আলহাজ্ব সেকান্দর হোসেন চৌধুরী, আলহাজ্ব ছালেহ আহমদ সওদাগর,আলহাজ্ব ইলিয়াছ চৌধুরী, হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ, মাওলানা আহমদ কবির, ইউপি সদস্য ফজলুল করিম, মাওলানা নুরুন্নবী, মাওলানা ইউছুপ চৌধুরী, মুহাম্মদ আবু তালেব, সাইফুল্লাহ জিহাদি, হাফেজ মুহাম্মদ সিদ্দিক আকবর, আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল্লাহ আল মাসুম,মাওলানা মুহাম্মদ সাইদুল হক, মাওলানা মুহাম্মদ ইদ্রিস, শাহেদ তালুকদার, হাফেজ তারেক, মুহাম্মদ হোসাইন, মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক, সংগঠনের সচিব মুহাম্মদ আজিজুল হক, শহিদুল ইসলাম, মুহাম্মদ ইয়াছিন আরাফাত, হাসান মাহমুদ জুয়েল, আব্দুল্লাহ আল-ইমরান প্রমুখ।
মুহাম্মদ আজিজুল হক বলেন,গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি মানবিক সংগঠন। করোনার ক্রন্তিকালে যেখানে লাশের ধারস্থ হচ্ছেনা নিকটস্থ স্বজনরা। সেখানে মানবিক কাজে এগিয়ে এসেছে গাউছিয়া কমিটি। তাদেরকে সুরক্ষার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। রাজানগর ইসলামপুর সুন্নী ঐক্য পরিষদ এর পক্ষ দেশ প্রবাসের ভাইদের সহযোগিতায় আমরা একটি অক্সিজেন গ্যাস সিলিন্ডার পিপিই সহ যাবতীয় সুরক্ষা সামগ্রী প্রদান করেছি এবং ভবিষ্যতে ও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ