আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে সহায়তা দিলেন উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী 

 

 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি :

 

 

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের কাজী পাড়া গ্রামে গত ৬ জুলাই বিকালে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি পরিবার নি:স্ব হয়ে যায়। এরপর থেকে পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করে আসছে। অগ্নিকান্ডে সর্বস্ব হারানো এই ৬টি পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে আত্ম-মানবতার সেবা দানের মানষে গঠিত ‘উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ।

আজ বুধবার (৮ জুলাই) সকালে পরিষদের পক্ষে অগ্নিকান্ডস্থল পরিদর্শনকালে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর(এপিপি) এডভোকেট মো. আবু মনছুর ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন তালুকদার।

এসময় মো. জসিম উদ্দিন তালুকদার ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধরার আহবান জানিয়ে বলেন, ‘সৃষ্টিকর্তা যা করেন, তা মঙ্গলের জন্যই করেন। সুখের পাশাপাশি বিপদও সৃষ্টিকর্তার দান। তাই বিপদে হতাশ না হয়ে সাহসের সাথে বিপদ কাটিয়ে উঠার চেষ্টা করতে হবে।

এ্যাড. আবু মনছুর আগুণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, ‘ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণ করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়, তাদের পাশে দাঁড়ানোই হচ্ছে আমাদের করনীয়। বর্তমান বৈশ্বিক করোনা দুর্যোগের মধ্যেও সহায়তা নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোয় উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল গফুর, সভাপতি সৈয়দ আবুল বশর, সাঃ সম্পাদক আবু চৌধুরী, সহ -সভাপতি লোকমান হোসেন (এ্যাপি), কাজী বখতিয়ার, মো: নজরুল ইসলামসহ বঙ্গবন্ধু পরিষদের সবাইকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে আরো সহায়তার হাত প্রসারিত করার জন্য জনপ্রতিনিধি, বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।

এসময় লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সা: সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, লালানগর ইউপি সদস্য মো. দিদারুল আলম, মো. আবু তালেব মেম্বার, আওয়ামী লীগ নেতা কাজী মো. ইউছুপ আলী, আব্বাসউদ্দিন, নাজিম উদ্দীনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত সোমবার (৬ জুলাই) উপজেলার ১৫ নং লালানগর ইউনিয়নের কাজী পাড়া এলাকায় সংগঠিত অগ্নিকান্ডে ৬টি বসত বাড়ি ভষ্মিভূত হয়। এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ