আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

কোভিড উপসর্গ নিয়ে চলে গেলেন রাবির ইমিরেটাস অধ্যাপক

 

রাবি প্রতিনিধি :

করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবসরপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলামের (৮৬) মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়।

ড. ফকরুল ইসলাম রাবির ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। তাঁর বাড়ি রাজশাহী নগরীর কাজিহাটা এলাকায়।

রামেক উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, বেলা একটার দিকে ফকরুল ইসলামকে হাসপাতালে আনা হয়। করোনা উপসর্গ থাকায় তাঁকে হাসপাতালের করোনা ওয়ার্ডে রেখে ভর্তির যাবতীয় কাজ চলছিল। এর মধ্যেই তিনি মারা যান। তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলামের মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ