আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

নাজিরপুরে এনজিও-র কিস্তি পরিশোধ করতে না পাড়ায় গ্রাহককে পিটিয়ে আহত

 

মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এনজিও-র কিস্তির টাকা পরিশোধ না করতে পাড়ায় গ্রাহকে পিটিয়ে গুরুতর আহত করেছেন এনজিও কর্মী।

এনজিও গ্রাহক গৌতম চন্দ্র বেপারী (৩৫) উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের বাসিন্দা। স্থানীয় ‘স্বর্ণালী এনজিও’ নামের একটি এনজিও থেকে ৪০ হাজার টাকা কিস্তিতে লোন নেন এবং নিয়মিত পরিশোধ করে আসছিলেন। কিন্তু বর্তমানের করোনা ভাইরাসের কারনে কোন আয় নেই, সেই সমস্যার কথা এনজিও কর্মীকে বলেন (আহত যুবক) গৌতম চন্দ্র এবং মোটরসাইকেল যোগে নাজিরপুরের উদ্দেশ্যে রওয়ানা দিলে দু’জন এনজিও কর্মী সঞ্জীব সমদ্দার ও উজ্জ্বল মিস্ত্রী তাঁর মোটরসাইকেলর চাবি ও হেলমেট নিয়ে যায় এবং তাঁকে এনজিও অফিসে নিয়ে যেতে চায়। তিনি (গ্রাহক) না যেতে চাইলে তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে হাতের কনই ও ঘাড়ে পিটিয়ে রক্তাক্ত করে গুরুতর আহত করেছেন।

বর্তমানের তিনি নাজিরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় আছেন, স্বাস্থ্য কমপ্লেক্সেরে চিকিৎসক ঈশিতা সাধক নিপু বলেন তার ডান হাতে ও ঘাড়ে আঘাতে রক্তাক্ত যখম হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে থানা পুলিশ ইনচার্জ মোঃ মুনিরুল ইসলাম মুনির বলেন, লিখিত কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ