আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

চাঁদপুরে মাদকদ্রব্য পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত

 

সাব্বির হোসেন সাজিদ, চাঁদপুর সদর প্রতিনিধিঃ

 

চাঁদপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ২৬ জুন, মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জামাল হোসেন মহোদয় উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরে সোসাল মিডিয়াতে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে স্বল্প পরিসরে জাতিসংঘের সদস্যভূক্ত বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের চাঁদপুর জেলায় সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে এ দিবস পালন করার আয়োজন করা হয় । অনুষ্ঠানে বক্তারা মাদকদ্রব্যের ভয়াবহ কুফল ও সমাজের জন্য এর ক্ষতিকর দিকসমূহ তুলে ধরেন।তরুন যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করার বিষয়ে জোর পদক্ষেপ গ্রহণ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জনাব মোঃ ফরিদ ফরিদ অাহমেদ,জেল সুপার জনাব মোঃ মঈনুদ্দিন ভুইয়া,পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক (ক্রাইম) জনাব নাজমুল হক কামাল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল কর্মকর্তা/ কর্মচারী এবং সকল সোসাল মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ