আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং

সরাইলে করোনা মুক্ত করলো সুস্থ হওয়া এক নারী শামিনা

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলকে করোনা মুক্ত করলো সুস্থ হওয়া করোনা আক্রান্ত নারী শামিনা। আজ ৯ মে শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে এসেছেন বলে জানিয়েছেন সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ মোঃ নোমান মিয়া। এতে করে বর্তমানে করোনা মুক্ত রয়েছে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা।

করোনা জয়ী শামিনা সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

উল্লেখ্য যে, গত ১৭ এপ্রিল স্বামীসহ নারায়নগঞ্জে থেকে গ্রামের বাড়িতে এসে তার জ্বর, সর্দি, কাশি হওয়ার পর ১৮ এপ্রিল সরাইল উপজেলা কমপ্লেক্সের ডাক্তাররা নমুনা পরীক্ষার জন্য ঢাকা পাঠানোর পর তার রিপোর্ট পজেটিভ আসে। চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া বক্ষ্যব্যাধি হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিল।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ,এস,এম, মোসা জানান, রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরাতে আমি খুবই আনন্দিত। সরাইলের মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলাই বর্তমানে সরাইল করোনা মুক্ত। আমি ডাক্তার, পুলিশ, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা সহ যারা স্বাস্থ্যবিধি মেনে চলেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আগামী দিনেও সবাই সচেতন হব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ