আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

লক্ষ্মীপুরে নিজ উদ্যোগে ভাসমান মানুষদের জন্য শিক্ষার্থীদের রান্না করা খাবার

 

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

করোনাভাইরাস (কভিড-১৯) এর কারণে খাদ্য সংকটে থাকা লক্ষ্মীপুরের নিম্ন আয়ের ভাসমান মানুষদের পাশে নিজ উদ্যোগে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা।
২০১৮সালে এসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের একটি গ্রুপ নিজেদের সংগৃহিত অর্থে প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, খেটে-খাওয়া দিনমজুর, শ্রমজীবী, ছিন্নমূল ও ভাসমান মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

গত সোমবার বিকালে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন এলাকায় ভাসমান অসহায় মানুষের হাতে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে। বুধবার বিকালেও তারা বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করে। এর আগে তারা খাদ্যসামগ্রীও বিতরণ করেছে বলে জানা যায়।
এ কার্যক্রমে উপস্থিত ছিলো, অবিনাশ, নাহি, আকবর, অন্তর, অপু, তানজিল সহ গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ।

তারা বলেন, আমাদের সবার ব্যক্তিগত সহায়তায় কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। এসব অসহায় মানুষের মাঝে যখন খাবার পৌঁছিয়ে দেই তখন তাদের চেহারায় যে স্বস্তি, যে আবেগ ফুটে উঠে তা আমাদের মন কেড়েছে। এরআগেও আমরা এ ধরনের কার্যক্রম করেছি। ভবিষ্যতে আরো করবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ