আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

কালিয়াকৈরে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার গ্রেফতার ২

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিক্সা চুরির ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করে অটোরিক্সাটি উদ্ধার করেছে।

পুলিশ সূত্র জানায়, উপজেলার চাপাইর গ্রামের পলাশ (২৫) ভাড়ায় এনে একটি মিশুক অটোরিক্সা চালাচ্ছিল। বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর উপজেলা সদরের সাহেব বাজার এলাকা থেকে যাত্রী বেসে ৩ চোর পলাশের অটো রিক্সায় টিএনটি এলাকায় যেতে চায়।

পলাশ তাদের নিয়ে টিএনটি এলাকায় গেলে সেখান থেকে আবার বলিয়াদি যায় এভাবে বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে পরে সুযোগ বুঝে পলাশকে তারা নেশা মিশ্রিত জুস পান করালে সে অচেতন হয়ে পরে।

শেওড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পলাশকে ফেলে রেখে অটোরিক্সাটি নিয়ে চোরেরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা পলাশকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় পলাশের বড়ভাই জীবন হোসেন বাদী হয়ে মামলা দায়ের করলে কালিয়াকৈর থানা পুলিশের এসআই জামিনুর রহমান অভিযান চালিয়ে আশিক নগর পার্ক এলাকা থেকে চুরি হওয়া অটো রিক্সাটি উদ্ধার করে। এ ঘটনায় আনোয়ার (২৩) ও হাসান (২২) নামক দুই চোরকে গ্রেফতার করে গাজীপুর আদালতে প্রেরণ করেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ