আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

উপজেলা চেয়ারম্যানের নির্দেশে জরুরি প্রয়োজনীয় জিনিস ঘরে পৌঁছে দিবে উপজেলা ছাত্রলীগ

 

 

প্রিন্স ঘোষ, বিশেষ প্রতিনিধি:  

 

সন্ধ্যা ৬ টার পর থেকে বাসার বাহিরে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এমতাবস্থায় যদি সাভার ব্যাংক কলোনী(৫ নং ওয়ার্ড) ও সাভার বাজার রোড এলাকায় কারো জরুরী ঔষধ অথবা জরুরী কোন জিনিস প্রয়োজন হয় তবে ফোন নম্বরে ফোন করলেই জরুরী প্রয়োজনীয় জিনিস বাসায় পৌঁছে দিবে স্বেচ্ছাসেবীরা, ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে এমনটাই জানিয়েছেন ছাত্রলীগ নেতা রাজিম ভূঁইয়া মিশু।
দৈনিক আগামীর সংবাদ কে ফোনযোগে ছাত্রলীগ নেতা জানান সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজিব এর নির্দেশনায় ছাত্রলীগ ও যুবলীগের কিছু সদস্য নিয়ে স্বেচ্ছাসেবী দল বানানো হয়েছে। তিনি আরো জানান ফোন নম্বরে ফোন করে মূল্য পরিশোধ করলেই তারা প্রয়োজনীয় ঔষধ অথবা অন্যান্য জরুরী প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিবে বাসায়। এই সেবার মধ্যে জরুরী এ্যাম্বুলেন্স সেবাও আছে বলে তিনি জানান।তিনি আরো বলেন সবাইকে ঘরে রাখার জন্যই এই উদ্যোগ নিয়েছেন।
সাভার বাজার ব্যাংক কলোনীর বাসিন্দা রিপন পাটোয়ারী জানান এমন উদ্যোগ অনেক প্রশংসনীয় এতে অনেক মানুষ ঘরে থাকবা যা করোনাভাইরাস প্রতিরোধে অনেক কার্যকরী ভূমিকা পালন করবে।

জরুরী প্রয়োজনেঃ-

মিশুঃ ০১৬৭৪৯৬৬৪৮৭
সারোয়ারঃ০১৬৭৫০৬৫০২৩
সোহেলঃ ০১৭৯৪৭৫৮৬৮৬
রিদয়ঃ০১৭৭০৪৪৬৩২৬
হিমেলঃ০১৩০১৭০২১২০

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ