আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং

আশুলিয়ায় বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রি, ওষুধ প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক :

আশুলিয়ায় একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ২২ প্রকার ওষুধ জব্দ করেছে ওষুধ প্রশাসন। এঘটনায় ফার্মেসির মালিককে নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার(১৩ অক্টোবর) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার জামগড়া বাসস্ট্যান্ডে সুফিয়া ফার্মেসীতে ঔষধ প্রশাসনের ইন্সপেক্টর মওদুদ আহমদ এ অভিযান পরিচালনা করেন।

ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সৈকত কুমার বলেন  বলেন, দীর্ঘদিন ধরে সৈকত ফার্মেসি বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ওষুধ বিক্রি করে আনছেন। বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে জামগড়ার ওই ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ২২ প্রকার বিক্রয় নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়।

বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রি করায় ওই ফার্মেসির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব অবৈধ ওষুধ বিক্রির কারন জানতে চেয়ে তাদের নোটিশ প্রদান করা হয়েছে। একই সাথে ওষুধ গুলো জব্দ করা হয়েছে।

ঔষধ প্রশাসনের ইন্সপেক্টর মওদুদ আহমদ বলেন, বিক্রয় নিষিদ্ধ ওষুধ সৈকত ফার্মেসিতে পাওয়া গেছে। তাদের নোটিশ প্রদান করা হয়েছে। এধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ