আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং

জিরানী বাজার এলাকায় অবৈধ পার্কিং ভোগান্তিতে পথচারীরা 

মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি :

গাজীপুর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের জিরানী বাজার এলাকায় ঢাকা টাংগাইল মহাসড়কের দুই পাশে গড়ে উঠেছে অবৈধ পার্কিং।

আর এই পার্কিং এর কারনে অতিষ্ঠ পথচারী।ভ্যান রিকশা চলাচলা সহ গার্মেন্টস শ্রমিকদের সাভাবিক ভাবে চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। ঘটছে দুর্ঘটনা, বিভিন্নগার্মেন্টস ফ্যাক্টরির মালামাল আনা নেওয়ার ট্রাক গুলো সারিবদ্ধ ভাবে দখল করে রাখছে রাস্তার দুপাশ।

আবার রাত হলেই ৫০ টাকা চাদা তুলছে এক শ্রেণীর লোকজন।আবার গাড়ীর তৈল ব্যাটারিও চুরি করে নিয়ে যায় এমন কথা বলেন এসকল ট্রাক চালকেরা। তারা এসকল চুরি ও চাঁদাবাজি থেকে মুক্ত হতে সহযোগীতা চেয়েছেন প্রশাসনের কাছে।

এ ব্যাপারে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা এর সাথে কথা বললে তিনি মুঠো ফোনে বলেন আমরা এমন অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিব। তিনি আরো বলেন আপনারা অবগত আছেন কাশিমপুর থানা পুলিশ আগেও জিরানী বাজারের সকল পরিবহন এবং ফুটওভার
ব্রীজের সকল অবৈধ দোকান ও পরিবহন উচ্ছেদ অভিযান করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ