আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পিয়াস বাবু (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পিয়াস। নিহত পিয়াস বাবু গড্ডিমারী এলাকার আরমান আলীর ছেলে। এর আগে গত সোমবার (১০ মে) দুপুরে উপজেলার গড্ডিমারী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গড্ডিমারী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোহরাব আলী ও দুলাল হোসেন নামে ২ ব্যক্তির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে উভয় পক্ষে ৮ জন আহত হয়। তাদের মধ্যে সোহরাব আলী পক্ষের পিয়াস বাবু নামে একজনের অবস্থা গুরুতর হলে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের পরেই এই বিষয়ে একটি মামলা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান চালানো হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ