আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

রংপুরের গংগাচড়ায় স্বাস্থ্যবিধি না মেনেই জমজমাট পশুর হাট

মোঃ ওয়াসিমুল বারী সিয়াম, গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
কোভিড-১৯ এর সময়েও  বুরির হাট ৬নং মহানগর রংপুরে পশুর হাটের আয়োজন করা হয়েছে,এখানে কোরবানির পশুতে পরিপূর্ন।
যদিও সরকারি নির্দেশনায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে পশুর হাটের আয়োজন করতে বলা হয়েছে কিন্তু এই পশুর হাট পর্যবেক্ষণ করে দেখা গেছে অনেকেই সামাজিক দুরুত্ব বজায় না রেখেই হাটে ঘোরা-ঘুরি করছেন এবং অনেকের মুখে মাস্ক দেখাই যাচ্ছে না। রংপুরের প্রায় এরকমই অনেক হাটে পরিস্থিতি।
অন্যদিকে এখান কার হোটেল গুলোয় অতিরিক্ত ভিড়।
সামাজিক স্বাস্থ্য বিধি না মেনেই খাবার তৈরি করা হচ্ছে।
আবার রংপুর মহানগর থেকে মহিপুর মহাসড়ক চলাচলের জন্য সাময়িক বিঘ্ন
এদিকে প্রশাসন কাজ করেই চলছে।মানছেনা জনগন।
তাহলে কোথায় সামাজিক দুরত্ব কোথায় স্বাস্থ্য বিধী প্রশাসনের সঠিক নজরদারি থাকলে আর জনগন সচেতন থাকলে হয়তোবা এবারের পশুর হাটে এতোটা অনিয়ম হতো না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ