আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ ইং

বাংলাদেশ পুলিশের কল্যাণে মানুষ শান্তিতে বসবাস করছে: পুলিশ প্রধান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারি বলেছেন, পুলিশের কল্যাণে দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছেন। তারা অত্যন্ত দক্ষতার সাথে জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে আসছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকার লাজপল্লীতে ‘বিজয় উৎসবে’ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মহা-পরিদর্শক বলেন, বাংলাদেশ পুলিশকে আরো আধুনিকায়ন ও শক্তিশালী করার লক্ষ্যে এই বাহিনীর লোকবল বৃদ্ধি করা হচ্ছে। সেই সাথে তাদের সক্ষমতা ও মানুষিকতা পরিবর্তনে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছে। এই বাহিনী জঙ্গি ও সন্ত্রাস দমনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ দিন-রাত কাজ করে চলেছেন।

যশোর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে বিজয় উৎসবে উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল হকসহ যশোর জেলা কল্যাণ সমিতির উর্ধ্বতন কর্মকর্তারা ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ