আজ ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৫ ইং

আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণের ব্যাগ ছিনতাই

সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় মনিন্দ্র পাল(৫০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। এসময় ওই ব্যবসায়ীর কাছে থাকা স্বর্ণের ব্যাগ ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট এলাকায় নয়ারহাট গণবিদ্যালয় স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহত মনিন্দ্র পাল সাভারের আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের চাকল গ্রামের সন্তোষ পালের ছেলে। সে নয়ারহাট বাজারে পিয়াঙ্কা জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে স্বর্ণের ব্যবসা করেন ।

আহতের স্ত্রী গৌরি পাল বলেন,‘আমার স্বামী আশুলিয়ার নয়ারহাট বাজার পিয়াঙ্কা জুয়েলার্সের মালিক। সে রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন।

এসময় দোকান থেকে একটু সামনে আসলে পথিমধ্যে কয়েক জন ছিনতাইকারী তার পথে রোধ করে দাঁড়ায়। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা স্বর্ণের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এরপরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তার অপারেশন চলছে’ বলে জানান তিনি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আমীর হামজা বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রক্তাক্ত অবস্থায় ওই স্বর্ণ ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে ওই ব্যবসায়ীর ব্যাগে কি পরিমান স্বর্ণ ছিল তা এখনো জানা যায়নি। একই সাথে ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে এক নারীসহ কয়েক জন ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তা দেখা গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ