আজ ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৫ ইং

সাভারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভার থেকে  সোমবার এক বক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা আরিচা মহাসড়কের মধুমতি মডেল ঢাউনের অপরপাশে রাজ ফিলিং স্টেশনের পৃর্বপাশে আফজাল হোসেনের পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪১) ব্যক্তির মরদেহ উদ্ধার করে সাভার আমিন বাজার ফার্ড়ির ইনচার্জ হারুনুর রশিদ।

তিনি জানান গতকাল সোমবার ৮ জুলাই দুপুরে পুকুরে ভাসমান লাশটি দেখে স্থানীয়রা বিষয়টি জানানে লাশ টি উদ্ধার করা হয়।

অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত করার জন্য আংগুলের ছাপ সংগ্রহ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। কারন অজ্ঞাত ব্যক্তির মরদেহটি পচে ফুলে যাওয়ার কারনে তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ আরও জানান কি কারনে তার মৃত্যু হয়েছে এখনও তা জানা যায়নি।

সাভার আমিন বাজার ফার্ড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, লাশ ময়না তদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারন জানা যাবে। সাভার মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ