আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

সাভারে প্রায় সাড়ে তিন লাখ টাকার ফেনসিডিল জব্দ

সাভার প্রতিনিধি :

সাভারে পৃথক অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে তিন লাখ টাকার ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকর গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৭ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।  এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাভারের নিউমার্কেট ও সাভার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- পাবনা জেলার ফরিদপুর থানার মউদ পূর্বপাড়া এলাকার মোঃ শামছুল হকের ছেলে মো. সোহেল রানা (৩৬) ও সাভারের ইমান্দিপুরের গাবতলা এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে মোঃ লুৎফর রহমান (৫৮)। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন। এসময় সাভারের নিউমার্কেট ও সাভার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে প্রায় ৩ লাখ  ৬৭ হাজার ৫০০ টাকা মুল্যমানের ১০৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঘটনাস্থল ও এর আশেপাশের এলাকায় ফেনসিডিল বিক্রয় করে আসছিল। আসামীর বিরুদ্ধে  সাভার থানায় একটি মাদক মামলা দায়ের করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ