নিজস্ব প্রতিবেদক:
সাভারে মেধাবী শিক্ষার্থীর মানবিক সাহায্যর আবেদন শিরোনামে দৈনিক আগামীর সংবাদে সংবাদ প্রচারের পর সেই শিক্ষার্থীর পাশে দাড়িয়েছে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক ।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় আতিকুর রহমান আতিকের ব্যক্তিগত নিজ অফিসে ডেকে ওই শিক্ষার্থীর অভিভাবকের হাতে ফরম পূরণ ও কলেজের বেতনের টাকা তুলে দেন।
এসময় তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ সব সময় ছাত্র ছাত্রীদের পাশে ছিলো এবং থাকবে। এধরনের অর্থ অভাবে কারো লেখা পড়া বন্ধ হবে না। উপজেলা ছাত্রলীগ সবসময় সাথে ছিলো এবং থাকবে।
প্রসঙ্গত, ট্রাস্ট কলেজ ২০২০ সনের এইচএসসি পরীক্ষার্থী রিকশা চালকের ছেলে নাদিম হোসেন বকেয়া বেতন ও ফরম পূরণের টাকার অভাবে লেখা পড়া থেকে বঞ্চিত হচ্ছিলো সে। পরে মানবিক সাহায্যের আবেদন চেয়ে বহুল প্রচারিত দৈনিক আগামীর সংবাদ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেনটি স্থানীয় ছাত্রলীগ নেতার নজরে আসলে তিনি সব বকেয়া পরিশোধ করার জন্য পরিবারের হাতে সমুদয় বকেয়া টাকা তুলে দেন।