আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং

ধামরাইয়ে ধর্ষণের পর হত্যা, ঘাতককে আদালতে রিমান্ডের আবেদন

বিশেষ প্রতিনিধি : আব্দুস সালাম

ঢাকার ধামরাইয়ে মমতা (১৯) নামের এক সিরামিকস কারখানার শ্রমিককে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে বালিয়া ইউনিয়নের কাওয়ালী পাড়া এলাকা থেকে এক কিলোমিটার ভিতরে একটি রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

নিহত মমতা ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের শাজাহান খাঁর মেয়ে। সে স্থানীয় প্রতীক সিরামিকস কারখানায় শ্রমিক বলে জানায় পুলিশ।

ধর্ষণ ও হত্যার মুলঘাতক ফিরোজ ওরফে সোহেল (৩১)। সে রাজবাড়ীর পাংশা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘাতক সোহেল কারখানার শ্রমিকদের বাসে করে আনা-নেওয়ার কাজে নিয়োজিত ছিল।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা
বলেন, গতকাল রাত ৮ টার দিকে একটি নিখোঁজ ডায়েরি হয় থানায়। এরপর থেকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে বালিয়া ইউনিয়নের কাওয়ালী পাড়া থেকে এক কিলোমিটার ভিতরে রাস্তার পাশ থেকে নিহত ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ভোর ৪টার দিকে বাসের ড্রাইভার সোহেল কে গাড়িসহ গ্রেপ্তার করে। রাতেই ধর্ষণের পর নারীকে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে পালিয়ে যায় সোহেল।

নিহত নারী লাশ ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ধামরাই থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশ জানায়।
শনিবার দুপুরে আসামী সোহেল কে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ