বিশেষ প্রতিনিধি : আব্দুস সালাম
ধল্লা ব্রিজের নিচ থেকে অটোচালকের লাশ উদ্ধার কর পুলিশ।
সিংগাইর থানার ধল্লা ইউনিয়ন নদীর পাড়ে অটোচালক আয়নার(৩২) লাশ উদ্ধার করে পুলিশ।
শনিবার (১১ জানুয়ারি) সকালে গামছা পেচানো অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেয়। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন নিহত ব্যক্তির গলায় গামছা পেচিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। আয়নাল সাভারের তেঁতুলঝোড়া এলাকায় বসবাস করে অটোরিক্সা চালাতো বলে জানা যায়। পুলিশ আরও বলেন তদন্ত চলছে তদন্ত শেষ হলেই জানা যাবে কি কারনে হত্যা করা হয়েছে। সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। সিংগাইর থানা পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের অভিযান চালিয়ে যাচ্ছেন।