আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

সাভারে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক  

সাভারে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ রেজাউল করিম (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব ৪।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা। এর আগে সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সাভারের ডগরমোড়া এলাকার সিআরপি হাসপাতালের পাশে নিজ ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক রেজাউল করিমের পিতার নাম মোঃ আব্দুল মান্নান। তিনি ডগরমোড়া সিআরপি রোড এলাকার হাবিবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।

র‌্যাব জানায়, সাভারের সিআরপি এলাকায় ভাড়া বাসা খোঁজার জন্য ভুক্তভোগী (২৫) বের হয়। পরে বাসা খুঁজে দেওয়ার কথা বলে আটক ব্যক্তি একই এলাকার একটি রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে আত্মরক্ষার্থে ভুক্তভোগী আটক ব্যক্তিকে লাথি মেরে রুম থেকে বের হয়ে দ্রুত রাস্তায় বের হয়ে আসেন। এসময় ভুক্তভোগী নারী রাস্তায় র‌্যাবের একটি টহল টিমকে দেখতে পেয়ে বিষয়টি খুলে বলে। পরে ওই এলাকা থেকে অভিযুক্তকে আটক করে র‌্যাব ৪।

র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, আটক ব্যক্তিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ