আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং

উত্তরণ ফাউন্ডেশন উদ্যােগে শীত বস্ত্র বিতরণ সাভারে বেদে ও দরিদ্রদের  

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত বেঁদে ও দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারী) বিকেল ৫ ঘটিকার সাভার পৌর ওমরপুর বেঁদে ও দরিদ্রদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেন সাভার মডেল থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ। প্রায় দুই শতাধিক দরিদ্র বেঁদে সম্প্রদায়ের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
উত্তরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানের সহযোগীতায় এই শীত বস্ত্র বিতরণ করা হয়। উত্তোরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে অবহেলিত, হিজড়া ও বেঁদে সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
শীতবস্ত্র বিতরণে সময় ফাউন্ডেশনের পরিচালক রমজান আহম্মেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন বেদে ও হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন ঢাকা রেঞ্জ ডিআইজি স্যার জনাব হাবিবুর রহমান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ