আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

কানাইঘাটবাসীকে সামনে হতে হবে আরও সাবধান

 

মো: আব্দুল্লাহ হোসাইন রানা:

বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব আজ বিপর্যস্ত। ভয়াল মহামারিতে আক্রান্ত হয়েছে। তবে সরকার, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, যুব সমাজ, ছাত্রসমাজ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক- স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনসহ কানাইঘাট এলাকার সচেতন মহলের তৎপরতা এবং মানবিক ও দায়িত্বশীল কার্যক্রমে এবং মহান আল্লাহর রহমতে নারায়নগঞ্জে,সুনামগঞ্জ, হবিগঞ্জ এসব যায়গা থেকে এখনো আমরা অনেক টাই ভালো রয়েছি। এজন্য রাব্বুল আল আমিনের দরবারে লক্ষকোটি শোকরিয়া করি। তবে সতর্ক না থাকলে কানাইঘাটবাসীর জন্য একটা ভয়ংকর সময় আসছে।

মানুষের অসাবধানতার কারণে বিশেষ করে আমাদের কানাইঘাটবাসীর জন্য সামনে আরও কঠিন সময় আসতে পারে। বর্তমানে আমাদের কানাইঘাটে ২০/২৫ জনের করোনাভাইরাস দেখা দিয়েছে। কিন্তুু কানাইঘাটবাসীএখনো সতর্ক নন। প্রাণঘাতী এ ভাইরাস থেকে বাঁচতে ও সুরক্ষা পেতে সামাজিক প্রতিরোধ মানতে হবে। দয়া করে আসুন, সবাই সচেতন হই। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হবেন না। ঘরে বসেই নিজ নিজ ধর্মকর্ম পালন করুন। সংকটময় এ মুহূর্তে ঘরেই থাকুন।
ঘরে থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ্পাক আমাদের সকলের সহায় হোন এবং দেশবাসীকে হেফাজত করুন।

লেখক
মোঃ আব্দুল্লাহ হোসাইন (রানা)
সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ৩ নং দিঘীরপার ইউনিয়ন কানাইঘাট সিলেট 01718301741

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ