নিজস্ব প্রতিবেদক
ইট ভাটায় নোটিশ ছাড়াই পরিবেশ অধিদপ্তরের অভিযানের প্রতিবাদে সাভারে মানববন্ধন করেছেন বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা।
বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে ইটভাটার মালিকরা অভিযোগ করে বলেন, অযৌক্তিকভাবে ইটভাটা গুড়িয়ে দেওয়া হচ্ছে। এতে করে হাজার হাজার ইটভাটার শ্রমিক বেকার হচ্ছে। পাশাপাশি ইটভাটার মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসময় নতুন ইটভাটা ভাঙ্গা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ভাটা মালিকরা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করলে ঢাকা-আরিচা মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরক্ষণেই মহাসড়ক স্বাভাবিক হয়।
সাভার মডেল থানার পুলিশ কে মানববন্ধন বিষয়ে জানতে চাইলে পুলিশ বলেন যানজট যাতে না হয় তাই পুলিশ পাঠানো হয়েছে।