রতন হোসেন মোতালেব
সাভারের আশুলিয়ায় একটি শাখা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে শ্রমিক অধিকার ঐক্য মঞ্চ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসী কিংডমের সামনে জামগড়া-চিত্রশাইল-কাঠালতলা শাখা সড়ক সংস্কারের দাবিতে এ মানববন্ধন করেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে জামগড়া-চিত্রশাইল-কাঠালতলা শাখা সড়কের জামগড়া সংলগ্ন সড়কের প্রবেশ মুখে ড্রেনের পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে চিত্রশাইল-কাঠালতলা এলাকার শ্রমিকসহ সাধারন মানুষ। শ্রমিক ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে দ্রুত সড়কটি মেরামতের দাবি জানান শ্রমিক অধিকার ঐক্য মঞ্চ।
এসময় উপস্থিত ছিলেন, জাহিদুর রহমান জীবন,রাকিব হাসান সোহাগ,মিজানুর রহমান, আলমগীর হোসেন লালন, আনিসুর রহমান, ইসমাইল হোসেন ঠান্ডু, নাঈম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।