আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৪ ইং

সাভার পৌর মেয়রের ঈদ উপহার বিতরণ অব্যাহত

 

হাসিবুল হাসান ইমু:

সাভার পৌর এলাকায় গত ৩দিন ধরে কর্মহীন, অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু করেছেন পৌর মেয়র হাজী আব্দুল ৷

সাভার পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪০০০ পরিবারকে মেয়রের নিজ উদ্যোগে নিজস্ব তহবিল হতে আর্থিক সাহায্য করেন।

আজকে চতুর্থ দিনে সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে
মজনু একাডেমিতে ৫০০ টাকা করে ঈদ উপহার দিচ্ছে। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা, মেহেদী হাসান তুষার, মিজানুর রহমান মিজান ও ফারুক হাসান তুহিন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি জানান এলাকায় গত ২ মাস ধরে কর্মহীন, অসহায় ও দরিদ্রদের মাঝে
খাবার ( চাল,ডাল,তেল,আটাসহ) বিতরণ করে আসছেন৷ পৌর মেয়র হাজী আব্দুল গণি বলেন, সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি দুঃস্থ ও অসহায়দের মাঝে আমার  ব্যক্তিগত সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ