আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত ৩ বেকারিকে সাড়ে ৯ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে অভিযান চালিয়ে সাভারের তিনটি খাদ্য তৈরি কারখানার মালিককে ৯ লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় র‌্যাব ৪ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব ৪ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান বলেন, হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকার সিদ্দিক ডেইর ফুড এবং হাইকো বেকারীতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করে বাজারজাত করার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এসময়
নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে সিদ্দিক ডেইরি ফুড এর মালিক রাজিব মিয়াকে দুই লক্ষ ও হাইকো বেকারীর মালিক এম এ কুদ্দুস ভুইয়াকে সাড়ে তিন লক্ষ, জিলানী বেকারি এন্ড কনফেকশনারি বেকারী এর নিকট হতে ৩ লক্ষ টাকাসহ মোট ৯ লক্ষ টাকা অর্থদন্ড দেওয়া হয়। এছাড়া সাভারের উলাইল এলাকায় নুরে মদিনা বেকারীকে আরো উন্নত পরিবেশে খাদ্য তৈরির নির্দেশ দেওয়া হয়।

এদিকে অভিযানের খবর শুনে এলাকার অন্যান্য বেকারি ব্যবসায়ীরা তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

অভিযানকালে সিপিসি-২, র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফাসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ