আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

ঘুর্ণিঝড় আম্পান মোকাবেলায় তৎপর পিরোজপুর জেলা ছাত্রলীগ

 

 

 

মতিউর রহমানঃ পিরোজপুর সংবাদদাতা:

বৈশ্বিক মহামারী করোনা সংকটে বিশ্ব।তার মধ্যেই প্রাকৃতিক দুর্যোগ আম্পানের কবলে বাংলাদেশ।দক্ষিণ অঞ্চলের পিরোজপুর জেলায় সর্বোচ্চ ১০নম্বর বিপদ সংকেত। উপকূলীয় অঞ্চলের ভাড়ী বৃষ্টিপাত সহ দমকা হাওয়া বইছে।নদীর তীরবর্তী মানুষের প্রাণহীন ও অর্থনৈতিক ঝুকির মধ্যে আবির্ভূত।

প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আগমনকে কেন্দ্র করে উপকূলীয় অঞ্চলের মানুষের প্রাণহানী ও ক্ষয়ক্ষতি রক্ষার্থে তাদের পাশে দাড়িয়েছেন পিরোজপুর জেলা ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম টিটু উপকূলীয় নদীর তীরবর্তী অঞ্চলের মানুষদের সতর্ক করে ইতিমধ্যে আশ্রয়ন প্রকল্পে নিয়ে এসেছেন এবং দুর্যোগকালীন খাদ্য সামগ্রী চিড়া, মুড়ি, গুর, রুটি, খাবার স্যালাইন,মোমবাতি ও দিয়াসলাই সবার কাছে পৌঁছে দিয়েছেন।এ কার্যক্রম পিরোজপুর জেলা ছাত্রলীগ টিম গঠন করে আশ্রয়ন প্রকল্পে পৌঁছে দিয়েছেন।

জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম টিটু জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় (আম্পান) মোকাবেলায় জেলা ছাত্রলীগের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং যে কোন প্রয়োজনে জেলা ছাত্রলীগের সাথে যোগাযোগ করলে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ