আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সরাইলে জার্মানি স্টুডেন্ট কমিউনিটি’র অর্থায়নে ঈদের খাবার বিতরণ

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সরাইল ও নাসিরনগর উপজেলার অরুয়াইল, পাকশিমুল ও চাতলপাড় ইউনিয়নের ২৪টি পরিবারের মাঝে ঈদের খাবার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২০ মে) অরুয়াইল বাজারে অবস্থিত ইজা ডেন্টাল কেয়ারের সামনে এ খাদ্যসামগ্রী বিতরণ হয়।

এ সময় উপস্থিত ছিলেন অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া, অরুয়াইল ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি হাজী আবু তালেব,সাধারণ সম্পাদক এড.গাজী মো. শফিক, অরুয়াইল ক্যাম্প ইনচার্জ এসআই কামরুজ্জামান,সাংবাদিক এম মনসুর আলী, অরুয়াইল টেকনিক্যাল ইন্সটিটিউটের চেয়ারম্যান মো.বাশার আহমেদ প্রমূখ।

ঈদ খাবার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,আলু, সাবান, পেঁয়াজ, তৈল,চিনি,কিসমিস, সেমাই, প্যাকেট দুধ।

জার্মানি স্টুডেন্ট কমিউনিটি’র পক্ষে ত্রাণ বিতরণের সার্বিক দায়িত্ব পালন করেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার সরাইল প্রতিনিধি এম মনসুর আলী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ