আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

বিশ্বব্যাপী পালিত হচ্ছে লাউদাতো সি সপ্তাহ

 

ইগ্নেসিউস পার্থ ডি কস্তা:

কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর এই সময়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে লাউদাতো সি সপ্তাহ (১৬ – ২৪ মে, ২০২০ খ্রিস্টাব্দ) যার মূলভাব নেয়া হয়েছে- Everything is Connected. লাউদাতো সি এর বাংলা অর্থ তোমার প্রশংসা হোক যা পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের একটি সর্বজনীন পত্র। এই সর্বজনীন পত্রটি প্রকাশিত হয় ২০১৫ খ্রিস্টাব্দে যার মূল বিষয়- আমাদের অভিন্ন বসতবাটির যত্ন। পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের দৃষ্টিতে- ‘জলবায়ুর বিপর্যয় ও মানুষের নীতি-নৈতিকতার অবক্ষয়’ এই দু’য়ের মধ্যে একটি অবিচ্ছেদ্য ও অনস্বীকার্য যোগসূত্র রয়েছে। প্রকৃতি ও পরিবেশের বিপর্যয়ে এবং জলবায়ুর পরিবর্তনের জন্য দায়ী মাবনজাতি। সৃষ্টির সেরা জীব মানুষ এই প্রকৃতি ও পরিবেশের যত্ন না করে বরং এর উপর কর্তৃত্ব করছে। বৈশ্বিক জলবায়ুর অভূতপূর্ব ও দ্রতু পরিবর্তনের ফলে গোটা মানব-পরিবারের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। তিনি আরো বলেন- মানুষ ধরীত্রির কাঁন্না না শুনে, পরিবেশের কথা না ভেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প ও বাণ্যিজের উন্নতির কথা ভাবছে। ফলে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে সেজন্য জরুরীভাবে এর সমাধান একান্ত প্রয়োজন। তবে পরিবেশ রূপান্তরের জন্য প্রয়োজন অন্তরের ইতিবাচক পরিবর্তন ও নৈতিক মূল্যবোধ এবং বিবেকের গঠন।
বাংলাদেশে দিবসটি পালনে বিশেষ ভূমিকা পালন করছে এপিসকপাল যুব কমিশন, সিবিসিবি।
এপিস্কপাল যুব কমিশন, বাংলাদেশে – এর পরিচালক শ্রদ্ধেয় ব্রাদার উজ্জ্বল প্লাসিড পেরেরা, সিএসসি এক বিবৃতিতে বলেন, পরিবেশ রক্ষার জন্য সবাইকে বিশেষ করে যুবাদের একাত্ম হয়ে কাজ করতে হবে। এজন্য আমরা কয়েটি সাধারণ পদক্ষেপ নিতে পারি এবং সেগুলো অভ্যাসে পরিণত করতে পারি-

* বিশেষ বিশেষ দিনে এবং যখনই সুযোগ হয় বৃক্ষ রোপণ করা-
* বৃক্ষ নিধন রোধে জনসচেতনা গড়ে তোলা-
* প্লাস্টিকের ব্যাগ, প্যাকেট ও বোতাল এবং পরিবেশ-অবান্ধব জিনিসের ব্যবহার বর্জন করা
* কাগজের ব্যবহার হ্রাস (Reduce), পুনরায় ব্যবহার (Reuse) ও পুনর্ব্যবহারযোগ্য (Recycle) করে তোলা-
* বর্জ্য বা ময়লা সঠিক স্থানে ফেলা ও পৃথক করে রাখা-
* পানি, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে যতদূর সম্ভব পরিমিত হওয়া-
* বায়ুদূষণ, শব্দদূষণ ও আলোদূষণ না করা –
* কোনভাবে খাবার অপচয় না করা-
* পরিবেশ সুরক্ষা নিয়ে অনেক বেশি কথা বলা ও জনসচেতনা গড়ে তোলা-
* সৃষ্টির সকল কিছুর মধ্যে ঈশ্বরের উপস্থিতি উপলব্দি করা এবং প্রকৃতি ও পরিবেশের সাথে আরো সংযুক্ত থাকা- ইত্যাদি।

পুণ্যপিতা পোপ ফ্রান্সিস আরো সুন্দর, সমন্বিত ও বসবাসযোগ্য পৃথিবী গড়ে তোলার জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একত্রে প্রার্থনা ও কাজ করার আহবান জানিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ