আলাউদ্দিন সবুজ ফেনী জেলা প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোরশেদ আলম মিলন উদ্যোগে ১৯ মে মঙ্গলবার সকাল ১১ টায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ২৫০ অসহায় পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সবজি বিতরন করা হয়েছে। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার , সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্নআহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফুলগাজী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম বাচ্ছু , স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন।
আরো উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মমতাজ , কাজীরবাগ ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান ভুঁইয়া, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিজান উদ্দিন ভুঁইয়া,জেলা ছাত্রদল এর সহ সভাপতি গোলাম রাব্বানী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল পাঠায়ারী, খুরশিদ আলম শান্ত, জাফর আহমেদ, রাজন মজুমদার, জেলা ছাত্রদলের সদস্য নজরুল ইসলাম, তারেক রহমান, লিংকন সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোরশেদ জানান, করোনা মহামারী পরিস্থিতি যতদিন বিদ্যমান থাকবে ততদিন এ ধরনের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। উল্লেখ্য এর আগেও জেলা ছাত্রদলের মোরশেদ আলম মিলন এর উদ্যোগে কাজীরবাগ ইউনিয়নে ১৮ কেজি করে ১৫০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিলো।