ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে আজ দুপুর ২ ঘটিকায় রাণীনগর হাউজে নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর)এর স্থানীয় সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম এমপি তার নির্বাচনী এলাকায় ভিটামিন ডি. ভিটামিন ই, জিংক. প্যারাসিটামল এবং এন্টিহিস্টামিন গ্রুপের ঔষধ বায়োফার্মার সহযোগিতায় এবং এমপির নিজস্ব অর্থায়নে আত্রাই ও রাণীনগর উপজেলার ৪৯ টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের দরিদ্র জনগণের জন্য স্বাস্থ্য সেবা ঔষধ কমিউনিটি ক্লিনিক সিএইচসিপিদের হাতে হস্তান্তর করা করেন মোঃ ইসরাফিল আলম এমপি। এমপি ইসরাফিল বলেন-করোনা ভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে ঔষুধ গুলো এন্টিবডি তৈরি করতে এবং করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলা করতে কার্যকর ভূমিকা পালন করবে।এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল কদ্দুস এবং রানীনগর সিএইচসিপি অ্যাসোসিয়েন এর সভাপতি আক্তারুজ্জামান উজ্জল।