হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :
সরাইলের কুট্টাপাড়া গ্রামের মোঃ নুরু মিয়ার অর্থায়নে কুট্টাপাড়া গ্রামে করোনা ভাইরাস প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৩০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ ১৯ মে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া নুরু মিয়ার বাড়িতে কুট্টাপাড়া সবুজ সংঘ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ও নুর ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা চেয়ারম্যান মোঃ নুরু মিয়ার অর্থায়নে কুট্টাপাড়া গ্রামে করোনা ভাইরাস প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৩০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরনকৃত খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল,ডাল,চিনি, সেমাই ও নগদ টাকা।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ নুরু মিয়া ও উনার মেয়ে ইয়াসমিন মিতা প্রমূখ।
খাদ্য সামগ্রী বিতরণ কালে নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ নুরু মিয়ার মেয়ে ইয়াসমিন মিতা বলেন আমরা যেন সব সময় অসহায় ও হত দরিদ্র মানুষের সেবা করতে পারি আপনারা সকলে আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ ভবিষ্যতে ও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।