আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ ইং

সাভার রেডিও কলোনী মডেল স্কুলের অনুষ্ঠানে হামলা, লিখিত অভিযোগ

বিশেষ প্রতিনিধি : আব্দুস সালাম 

ঢাকার সাভার রেডিও কলোনী মডেল স্কুলের ৩০ বছর পুর্তি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে। রবিবার ২৯ শে ডিসেম্বর সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রলীগ। অভিযোগ সূত্রে থেকে যানা
গত ২৫শে ডিসেম্বর রেডিও কলোনী স্কুলের ৩০ বছর পুর্তি উপলক্ষে অনুষ্ঠানের মঞ্চে উঠার চেষ্টা চালায় মদ্যপান করা পারভেজসহ কয়েকজন। মঞ্চের নিরাপত্তা দায়িত্বে থাকা ব্যক্তিদের কিছু না বলেই উঠার চেষ্টা করলে বাধা দেন সোহেল রানা। মঞ্চে উঠটে না পেরে মদ্যপান পারভেজ ও তার সহযোগীরা ইট পাটকেল নিক্ষেপ করে মঞ্চে। জনতা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক। পরবর্তীতে পারভেজ মিথ্যা অভিযোগ রটনা বানিয়ে কয়েকটি অনলাইন পোর্টালে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করে আতিকুর রহমান আতিক এর বিরুদ্ধে। মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার বিরুদ্ধে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা। হামলার বিষয়ে পারভেজ এর মুঠোফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায় তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সাভার মডেল থানার উপপরিদর্শক তাহমিদুল ইসলাম বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ