হাসিবুল হাসান ইমু:
সাভারে আওয়ামী লীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ। ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরী মাসুদ গত দুই মাস ধরেই সাভার ধামরাই আশুলিয়াসহ বিভিন্ন জায়গায় কর্মহীন এবং অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড রাজাসন এলাকায় অসহায় কর্মহীনদের মাঝে চাল-ডাল-তেল-লবণ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। মাসুদ চৌধুরী দৈনিক আগামীর সংবাদকে বলেন তিনি গত দুই মাস ধরে তার নিজ তহবিল থেকে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে আসছেন। এবং তিনি একটি কন্ট্রোলরুম খুলেছেন যারা সমাজের মধ্যবিত্ত কারো কাছে হাত পাততে পারে না তাদের জন্যই হটলাইন। তিনি আরো বলেন এই কন্ট্রোল রুমে ফোন করলেই তাদের ঠিকানা অনুযায়ী খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।