রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশনায় ঢাকা জেলা পরিষদের সদস্য নাসিমা আক্তার এর উদ্যোগে তার ঢাকা জেলা পরিষদের অর্থায়নে গরীব অসহায় কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
সোমবার (১৮ই মে) ঢাকা জেলা পরিষদের সদস্য নাসিমা আক্তারের উদ্যোগে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড বাড়ীগাঁও এলাকায় সকাল ১০ টায় নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন ঘরবন্দী অসহায় ১১০ পরিবারের মাঝে ১১০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য বিতরনকালে ঢাকা জেলা পরিষদের সদস্য নাসিমা আক্তার বলেন – করোনা ভাইরাস (কোভিড-১৯)প্রাদুর্ভাব মোকাবেলায় কর্মহীন ঘরবন্দী কোনো গরীব অসহায় মানুষ খাদ্যের অভাবে যেন কষ্ট না পায় সে লক্ষ্যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি কাজ করে যাচ্ছেন-যাবেন। তাদের এ ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরনের কাজ ধামরাইয়ের বিভিন্ন গ্রামে চলমান থাকবে বলেও তিনি জানান।