আজ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

ধামরাইয়ে নতুন আরো দুইজন সহ মোট ১৭ জনের দেহে করোনা শণাক্ত, সুস্থ৫ জন

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:

ঢাকা জেলার ধামরাই উপজেলায় আরো দুইজন কালামপুর ও ইকুরিয়া এলাকার মানুষের দেহে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত শনাক্ত হয়েছে।
রবিবার (১৭ ই মে) ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর রিফফাত আরা এ’তথ্য নিশ্চিত করেছেন।

এ’পর্যন্ত ধামরাই উপজেলায় ৬৩২ জন লোকের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ধামরাইয়ে এ’নিয়ে ১৭ জনের দেহে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত শনাক্ত হয়েছে। ১৭ জনের মধ্যে সর্বশেষ পৌরকর্মী লিমা আহম্মেদ সহ মোট ৫ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে বাকী আক্রান্ত রোগীরা বাড়ি আইসোলেশনে রাখা হয়েছে।
COVID-19 UPDATE:
ধামরাই উপজেলা, ঢাকা।

তারিখঃ ১৭/০৫/২০২০ইং
সময়ঃ দুপুর ৩:০০ মিনিট

এ পর্যন্ত নমূনা সংগ্রহ- ৬৩২
এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত- ১৭
প্রাতিষ্ঠানিক আইসোলেশন- ০১
গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত- ২ (কালামপুর, ইকুরিয়া)
সুস্থ- ০৫
মৃত্যু- ০

প্রচারেঃ
ডাঃ নূর রিফফাত আরা
(ডায়াবেটিস ও কমিউনিটি মেডিসিন বিশেষজ্ঞ),
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(UHFPO), ধামরাই, ঢাকা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ