বিশেষ প্রতিনিধি : আব্দুস সালাম
ঢাকার সাভারে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন উদ্যােগে প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করেন তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমর।
ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন পক্ষ থেকে বিপুল সংখ্যক শীত বস্র বিতরণ করা হয় প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের মাঝে। তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর বলেন তিনি সব সময় প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে থেকে সহযোগী করে যাচ্ছেন। তিনি বলেন আগামীতে ও পাশে থাকবেন বলে জানায়। সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর সমাজের অবহেলিত জনগোষ্ঠীর মানুষের মাঝে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে বৃত্তবানদেন কে ও আহবান জানান।