আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

সাউথইস্ট কালচারাল সোসাইটি ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ

 

জাহাঙ্গীর আলম:

সাউথইস্ট কালচারাল সোসাইটি আয়োজনে “তোমার দেখা সাম্প্রতিক সময়” বিষয়কে সামনে রেখে গত ১৪ই মে থেকে ১৫ই মে লেখকের অনুসন্ধানে উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনলাইন উৎসবে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগের সকল শিক্ষার্থীর জন্য অংশগ্রহণ উন্মুক্ত করা হয়।

উক্ত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে আইন ও বিচার বিভাগের ছাত্র তামশিরুল হক ইরফান, ২য় স্থান অধিকার করে ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আলসানি, ৩য় স্থান অধিকার করে ডিপার্টমেন্ট অফ ফার্মেসী বিভাগের ছাত্রী জিন্নাত রহমান।

জানা যায়, প্রথম ধাপে ফেইসবুক লাইভ পোলিংয়ের মাধ্যমে পাঠকের ভোটে নির্বাচিত হয় লেখক এবং ২য় ক্যাটাগরিতে বিচারক দ্বারা আরও ৩জনকে নির্বাচিত করা হয়।

এ উৎসবে ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারকারীদের সাউথইস্ট কালচারাল সোসাইটি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়।

জানা গেছে, সকলের সর্বাত্মক প্রচেষ্টায় উক্ত উৎসবের রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ ব্যয় করা হয়েছে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে।

সাউথইস্ট কালচারাল সোসাইটি ক্লাব মডারেটর আলিয়া শাহনুর আমিন সহকারি মডারেটর ড. শামস্ আলদীন উক্ত ক্লাবের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সুন্দর আয়োজনের জন্য। সার্বিক তত্ত্বাবধান করেন বিধান চন্দ্র দে (সভাপতি) সাউথইস্ট কালচারাল সোসাইটি।

এ মহৎ উদ্যোগে যারা সাউথইস্ট কালচারাল সোসাইটি ক্লাবের সাথে ছিলেন তাদের সকলকেও ধন্যবাদ জানানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ