আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ ইং

ধামরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কর্মহীনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

 

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:

বিশ্বজুড়ে মহামারী নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব এর কারণে বাংলাদেশে লকডাউন চলছে। করোনার প্রকোপে কর্মহীন ঘরবন্দী অসহায় হয়ে খাদ্য সংকটে পড়ার উপক্রম হয়েছে। এ’অবস্হায় সরকারি বিভিন্ন সহায়তার পাশাপাশি ধামরাই উপজেলার ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক রবিউল আউয়াল রুবেল কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ঈদ উপহার হিসেবে পৌঁছে দিয়ে অসহায় মানুষের খাদ্য সহায়তায় এগিয়ে এসেছেন।

শনিবার (১৬ই মে) আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর এর উপহার হিসেবে করোনার প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন বলে জানা যায়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ৮ কেজি চাল, ১ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি গরুর দুধ, ১ প্যাকেট সেমাই।
ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে ধামরাই উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রবিউল আউয়াল রুবেল বলেন- মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ও মানণীয় প্রধানমন্ত্রীর পক্ষে ধামরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে করোনার প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন ঘরবন্দী অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ’ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ