আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

জেলা পরিষদ কর্তৃক ৪শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধি:

করোনাভাইরাস সংকটে
নওগাঁ জেলা পরিষদ কর্তৃক ৪শ নিম্নআয়ের অসহায় পরিবার, কর্মহীন, সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠে চাল, আলু ,সাবান , ডাল, তেল ও লবণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। বিতরণকালে উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, জেলা পরিষদ সদস্য এম এ মজিদ মিঠু ও ফেরদৌসী চৌধুরী উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সদস্য এম এ মজিদ মিঠু জানান, সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষের তালিকা তৈরি করা হয়েছে। সামাজিক দুরত্ব নিশ্চিত করে তারিকা অনুযায়ী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই সহায়তা অব্যাহ থাকবে বলেও তিনি জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ