আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সিংগাইরে দোকান খোলা রাখায় নগদ অর্থদণ্ড

 

 

সিংগাইর প্রতিনিধিঃ

১৩ মে থেকে ফের দোকানপাট,ব্যবসা/প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশের পর থেকেই মানিকগঞ্জের প্রতিটি উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় অাজ ১৬ই মে শনিবার সকাল থেকে সিংগাইর উপজেলার বিভিন্ন বাজারগুলোতে সম্মানিত সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহের নিগার সুলতানা করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে অভিযান চালায়।

এসময় বিশেষ করে কাপড়ের দোকান ও কসমেটিকসের দোকানগুলোতে অভিযান চালানো হয়।
অভিযানকালে বাস্তা বাজারে ০২ জন কসমেটিক্স ব্যবসায়ীকে গণজমায়েত করার দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৫,০০০/- টাকা করে অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

ধল্লা বাজার রোডে ০১ জন কাপড়ের ব্যবসায়ীকে গণজমায়েত করার দায়ে একই ধারায় ২,০০০/- টাকা এবং ০১ জন কসমেটিক্স ও ০২ জন কাপড় ব্যবসায়ী কে গণজমায়েত করার দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪০,০০০/- টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

চান্দহর বাজারে ০৩ জন কাপড় ব্যবসায়ীকে ৪০,০০০/- টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

মানিকনগর বাজারে ০৬ জন ব্যবসায়ীকে গণজমায়েত করার দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ২৫,০০০/- টাকা করে অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

রামনগর বাজারে ০১ জন কাপড় ব্যবসায়ীকে গণজমায়েত করার দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫,০০০/- টাকা করে অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে মোবাইল কোর্টের মাধ্যমে ১৮ টি মামলায় মোট ১,২১,৫০০/- অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

এছাড়া ধল্লা বাজার হতে জামির্ত্তা বাজার, চান্দহর বাজার, মানিকনগর বাজার , রামনগর বাজার হয়ে পুণরায় সিংগাইর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তায় লকডাউনের আওতাধীন সব যানবাহন চলাচলে কঠোর নির্দেশনা দেওয়া হয়। বিভিন্ন বাজারের দোকানদারদের ভোক্তাদের সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয় । সাধারণ জনগণকে রাস্তায় চলাচলের ক্ষেত্রে নিরাপদ দুরুত্ব বজায় রাখতে সতর্ক করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ