বাগমারা প্রতিনিধিঃ
মানুষ মানুষের জন্য করোনার পরোক্ষ আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন অস্ট্রেলিয়া প্রবাসী ডা. পরাগ দাশ রতন। শনিবার (১৬ মে) সকাল ৯টায় সামাজিক দূরত্ব বজায় রেখে রাজশাহীর বাগমারা উপজেলার সৈয়দপুর মচমইল রাখাল দাশ বিদ্যানিকেতন চত্বরে করোনায় ক্ষতিগ্রস্ত গরীব, দুস্থ ও অসহায় দুইশ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাজ কর্ম না থাকায় চরম খাদ্য সংকটের মধ্যে পড়েছে নিম্ন আয়ের এ সকল মানুষ। করোনার সময়ে হতদরিদ্র এসব মানুষের পাশে দাঁড়াতে ব্যক্তিগতভাবে খাদ্যসামগ্রী প্রদান করেছেন প্রয়াত শিক্ষক ও জেলা আ’লীগের তৎকালীন সহ-সভাপতি রাখাল চন্দ্র দাশের সন্তান ডা. পরাগ দাশ রতন। করোনার পরোক্ষ আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যক্তিগতভাবে দুই প্রকার চাল, তেল, লাচ্চা ও চিনি বিতরণ করা হয়।
খাদ্যসহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন প্রয়াত রাখাল চন্দ্র দাশের সন্তান মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক কুমার প্রতীক দাশ রানা, মাস্টার আব্দুল জলিল, মোহনপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, প্রবীণ ব্যক্তি আহাদ আলী সরদার, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, মাস্টার অসিত কুমার, বাবলু, রাখাল দাশ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আলী মুর্তজা প্রমুখ।