আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

শেরপুরের ৫০৭ করোনা নমুনার পরীক্ষা আটকে আছে পিসিআর ল্যাবে

 

গোলাম শাহরিয়ার ,শেরপুর প্রতিনিধিঃ

 

শেরপুরের করোনা নমুনা পরীক্ষা শনিবার সকাল পর্যন্ত গত এক সপ্তাহের ৫০৭ টি নমুনা আটকে রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে। নমুনা প্রদানকারী ও তাদের স্বজনরা অস্বস্তিতে রয়েছেন।
পরীক্ষা ল্যাবে আটকে থাকার কথা স্বীকার করে শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন জানান, ল্যাবে সামর্থ্যের বাইরে অধিক সংখ্যক নমুনা জমা পড়ায় এমনটি ঘটছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের ৪ জেলার মধ্যে ময়মনসিংহকে অধিক গুরুত্ব দেয়ার জন্য নমুনা পরীক্ষায় জট সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যে সবগুলো রিপোর্ট পাওয়া যাবে।
সর্বশেষ জেলায় ৪১ জন করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই নমুনা পরীক্ষা আটকে আছে। জেলায় এ পর্যন্ত ১ হাজার ৪৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৯৭৭ জনের রিপোর্ট পাওয়া গেছে এরমধ্যে ৪১ জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। ইতিমধ্যে আক্রান্তদের মধ্যে ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ