আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

ফেনীতে ৫৫ হাজার পরিবার পাচ্ছে ১৩ কোটি ৭৫ লাখ টাকা

 

আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধি:

ফেনীতে ৫৫ হাজার পরিবার পাচ্ছে ১৩ কোটি ৭৫ লাখ টাকা। বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষদেরকে মোবাইল ব্যাংকিং পরিসেবার মাধ্যমে নগদ এই অর্থ প্রদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কর্মসূচীতে ৫০ লাখ মানুষ পাবে নগদ আড়াই হাজার টাকা। ফেনীতেও ৫৫ হাজার পরিবার পাবে ১৩ কোটি ৭৫ লাখ টাকা।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং কালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দীন হাজারী। ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দীন চৌধুরী.।জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম পিপিএম, লেঃ কর্ণেল আজমী, পৌর মেয়র হাজী আলা উদ্দীন, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও জেলা আ’লীগের সভাপতি এড, আকরামুজ্জামান প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ