আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 

আলী হোসেন:

 

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংকটকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সমাজের নিম্ন আয়ের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ভাকুর্তা ইউনিয়নের সলমাশি ভাড়ালিয়া এলাকায় ৪ শতাধিক এবং খাগুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৪ শতাধিক মোট ৮ শতাধিক অসহায় দরিদ্র কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু এবং সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তরের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃনজরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাভার, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবু রতন সাহা, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক আবদুল খালেক মোল্লা সহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছুঁটে গিয়েছি হাজার হাজার খাদ্য সামগ্রীর প্যাকেট নিয়ে। চাউল, ডাল, তেল, লবন, সাবান, ডিটারজেন্ট পাউডার, শিশু খাদ্য, চিনি, আলু, পেয়াজ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লাবসসহ নানা নিত্য প্রয়জনীয় খাদ্য সামগ্রী নিয়ে, এবং সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকে আমরা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাভার উপজেলা কমিটির পক্ষ থেকে প্রায় ৮ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলাম । যতদিন করোনা ভাইরাসের মহামারীর প্রভাবে দেশের মানুষ কর্মহীন হয়ে থাকবে ততদিন পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ সহ অন্যান্য সেবা চালু থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ