আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ফেনীতে ছাব্বিশ টাকা ধরে ধান সংগ্রহ শুরু

 

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি :

ফেনীতে কৃষকের কাছ থেকে সরকারিভাবে অনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ শুরু করা হয়েছে। আজ মঙ্গলবার জেলা খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমান। জেলা খাদ্য নিয়ন্ত্রক সহীদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি অধিদফতরের উপ-পরিচালক মো. তোফায়েল আহম্মেদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা খাদ্য পরিদর্শক মো. শাহীন মিয়াসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার ফেনী সদরে ১ হাজার ২শ ৬১, ছাগলনাইয়ায় ৭শ ৪১, দাগনভূঞায় ১ হাজার ২৩, পরশুরামে ৩শ , ফুলগাজীতে ৫শ ৩৪ ও সোনাগাজীতে ১শ ৩৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া কেজি প্রতি ৩৬ টাকা দরে ফেনী জেলায় চাল সংগ্রহ করা হবে ৪ হাজার ৫শ ৫৩ মেট্রিক টন।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, ফেনীতে ৩ হাজার ৯শ ৯৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে । প্রতি কেজি ধান ২৬ টাকা দরে মণ প্রতি কৃষককে এক হাজার ৪০ টাকা করে দেওয়া হবে। ধানের ন্যায্যমূল্য দিতে কেউ কৃষকদের সঙ্গে গড়িমসি করলে কিংবা নয়-ছয় করলে তাকে কঠোর শাস্তি পেতে হবে।

প্রসঙ্গত: জেলায় বোরো আবাদ হয়েছে ২৬ হাজার ২১০ হেক্টর জমি। এবার বোরো ধান থেকে ১ লাখ ১৯ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেন কৃষি বিভাগ

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ