আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং

আশুলিয়ায় করোনা স্বেচ্ছাসেবক  সচেতনতামূলক কমিটি গঠন

 

আব্দুল জলিল মিয়া বিশেষ প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষার জন্য করেনা সেচ্ছাসেবীদের নিয়ে সচেতনতামূলক কমিটি গঠন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক হাজী মোশারফ খানের সভাপতিত্বে দোসাইদ এ.কে স্কুল মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এসময় আয়োজিত কর্মশালায় বক্তারা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিজেকে এবং পরিবার তথা সমাজকে বাঁচানোর জন্য করনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

সকলকে করোনা মোকাবেলা বার বার হাত ধোয়া, সমসময় মাস্ক ব্যবহার করা, জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দুরুত্ব বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

হাজী মোঃ মোশারফ খান বলেন,করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ করলে এলাকার সার্বিক পরিস্থিতি মোকাবেলায় এ সংগঠন কাজ করবে। তাছাড়া করোনায় কর্মহীন, অসহায়, হতদরিদ্র মানুষের পাশে সহায়তা নিয়ে দাঁড়ানোর পাশাপাশি আশুলিয়া এলাকা থেকে চিরতরে নিরর, দারিদ্র, মাদক, বাল্যবিবাহ দূর করতে তথা উন্নত আশুলিয়া বিনির্মানে এ সংগঠনের সদস্যরা সকলকে সাথে নিয়ে একযুগে কাজ করবেন বলে তাঁরা জানান তিনি।আজকের আলোচনা থেকে আমি নিজে করোনায় সচেতন হয়ে অন্যকে সচেতন করার জন্য কি কি কাজ করতে হবে সেইসব দিক নির্দেশনা পেয়েছি। এর আগেও আমাদের এলাকায় এলাকায় একজন করোনা রোগী সনাক্ত হওয়ার পর ভয়ে কেউ তার কাছে যায়নি। তখন আমি নিজেই উদ্যোগী হয়ে ওই রোগীকে এ্যাম্বুলেন্সে করে ঢাকায় হাসপাতালে পাঠিয়েছি। বর্তমানে সে সুস্থ্য হয়ে বাসায় ফিরে এসেছে। আজকের কর্মশালা থেকে আমরা করোনা মোকাবেলা করনীয় বিভিন্ন বিষয়ে বিস্তরভাবে ধারনা পেলাম। আগামীতে আমরা একটি সেচ্চাসেবী দল তৈরী করে আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারন মানুষকে সচেতন করার পাশাপাশি সকল প্রকার বিধি নিষেধ মেনে চলার জন্য জনগনতে উৎসাহিত করবো।
আয়োজিত কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এভার লাস্টিং মানবাধিকার সংস্থার সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান ইসলাম প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ