বিশেষ প্রতিনিধি : আব্দুস সালাম
ঢাকার মীরপুর লালকুটি এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার সময় র্যাব-৪ একটি দল অভিযান চালিয়ে সাভারের শীর্ষ সন্ত্রাসী আলআমিন ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করে। র্যাব-৪ এর অভিযানে একটি ওয়ান সুটারগান ২ রাউন্ড গুলি, ১৬৬ গ্রাম হিরোইন যার মূল্য ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায়।
সাভারের বিরুলিয়া ইউনিয়ন ভবানীপুরের আব্দুল অালির ছেলে আলআমিন(৩৫) যার নামে ১৭ টি মামলা রয়েছে। হত্যা, ডাকাতি, অস্ত্র ও সহ বিভিন্ন মামলা রয়েছে।
র্যাব- ৪ মীরপুরের অধিনায়ক মোজাম্মেল হক জানায় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মীরপুর লালকুটি এলাকায় অভিযান চালিয়ে আলআমিন কে গ্রেপ্তারও তার ভাড়া করা ঘর তল্লাশি করে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মীরপুর দারুসালাম থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে শুক্রবারে বলে জানায়।